Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কলাপাড়া উপজেলার ৩নং লালুয়া ইউনিয়নের শত শত ঘর বাড়ি সাধারন জোয়ারের পানিতে ভেসে যাচ্ছে, মানুষ হাঁস,মুরগী,গরু বাচুর নিয়ে আছে মহাবিপদে-
বিস্তারিত
পটুযাখালী জেলার কলাপাড়া উপজেলাধীন ৩নং লালুয়া ইউনিয়নের শত শত বাড়ি ঘর এখন পানিতে ডুবেগেছে। এমন কি জোয়র হলে ভাটার জন্য অপেক্ষা করতে হয়,রান্না বান্না সহ অন্যান্য গুরুত্বপূর্ন কাজের জন্য। Posted by মশিউর রহমান on July 13, 2014 at 16:30 Send Message View Blog ৩নং লালুয়া উনিয়নের চেয়ারম্যান জনাব মীর তারিকুজ্জামান তারা সাহেব সাভাবিক জোয়ারে ডুবে যাওয়া বাড়ি ঘর পরিদর্শন করিতেছেন।চাড়িপাড়া গ্রামের ভেরিবাদ ছিড়ে শত শত বাড়ি ঘর পানিতে প্লাবিত হয়।পানিতে ডুবে যাওয়া বাড়ি ঘরের কিছু নমুনাসাগরের মহনায় রামনাদ নদীর সংলগ্ন ৩নংলালুয়া ইউনিয়নের ভেরিবাদ ছিড়ে যওয়া গ্রামের নাম। চারিপাড়া,নাওয়াপাড়া,ছোট ৫নং,চৌদুরিপাড়া,নয়াকাটা,পশরবুনিয়া,বড় ৫নং,মুন্সিপাড়া,ধনহ্জুপাড়া,১১নং হাওলা,বানাতীপাড়া,হাচনাপাড়া,কলাউপাড়া, Views: 5 Tags: কলাপাড়া, পটুয়াখালী Comment by 01. মোঃ শাহআলম just now Delete Comment মানুষের দু:খের সময় মানুষের পার্শ্বে দাড়ানোর জন্য আপনার চেয়ারম্যান সাহেব ও আপনাকে ধন্যবাদ, বিপদের সময় মানুষের পাশে থাকার জন্যই মাননীয় প্রধানমন্ত্রী ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র স্থাপন করেছেন,যাতে করে সাধারন মানুষের বিপদের কথা আমার এই ব্লগের মাধ্যমে দেশবাসীর কাছে তুলে ধরতে পারি, আর আপনি আজ সেই কাজটিই করতে পারেছেন, তাই আমাদের পক্ষ থেকে সাধারন জোয়ারে ডুবে যাওয়া আপনার এলাকার মানুষের জন্য সমবেদনা প্রকাশ করছি, সাথে সাথে সাধারন জোয়ারে ডুবে যাওয়া মানুষের পার্শ্বে দাড়ানোর জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ
ছবি
ছবি
ডাউনলোড